ক্ষুদ্র ঋণ বা মাইক্রোক্রেডিট ( Microcredit) কি ?

ক্ষুদ্র ঋণ কি ?




ক্ষুদ্র ঋণ বা মাইক্রোক্রেডিট (Microcredit) কি ?

মাইক্রোক্রেডিট (Microcredit)  বা ক্ষুদ্র ঋণের সংজ্ঞা :

মাইক্রো কথাটির বাংলা হলো ক্ষুদ্র এবং ক্রেডিট শব্দের বাংলা হচ্ছে ঋণ, তাই আমরা বলতে পারি ইংরেজি মাইক্রোক্রেডিট শব্দের বাংলা হলো ক্ষুদ্র ঋণ।  ঋণ বলতে আমরা সাধারণত  :  শর্ত সাপেক্ষে আর্থিক সেবা প্রদান যা নির্দিষ্ট সময় পরে ফেরৎ যোগ্য তাকে বুঝি। মূলত মাইক্রোক্রেডিট হচ্ছে এমন একটি ঋণপ্রক্রিয়া যেখানে  ঋণের আকার ছোট, ঋণের মেয়াদ সল্প, সহজ শর্ত এবং বিনা জামানতে ঋণ সেবা প্রদান করে।

একটি নির্দিষ্ট কাঠামোর অধিনে এবং একটি নির্দিষ্ট শ্রেণীর জনগোষ্ঠীকে ঋণ প্রদান করা হয় অর্থাৎ কাজের  আওতা একটি নির্দিষ্ট শ্রেণীর জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ।

আমরা এভাবেও বলতে পারি, ক্ষুদ্র ঋণ হলো একটি ঋণ পদ্ধতি যেখানে নির্ধারিত কিছু নিয়মের মধ্যে দিয়ে কোনও সংস্থা কোনও ব্যাক্তিকে স্বল্প পরিমান ঋণ প্রদান করে যা স্বল্প সময়ের মধ্যে সাপ্তাহিক/মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। 

এই ঋণ  সংশ্লিষ্ট ব্যাক্তি বা ব্যাক্তির মাধ্যমে,  সংশ্লিষ্ট পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান করে এবং সর্বোপরি একটি সমাজ তথা দেশের দারিদ্রতা দূরীকরণে ও সামাজিক উন্নয়নে সরাসরি সহযোগীতা করে।

Post a Comment

নবীনতর পূর্বতন